ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলায় হাদাশ জোটের ফিলিস্তিনপন্থি দুই সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় পার্লামেন্টে তীব্র উত্তেজনা ও মতবিরোধ সৃষ্টি হয়। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ট্রাম্প ইসরায়েলি সংসদে ভাষণ দেওয়ার সময় হাদাশ–তাল জোটের দুই এমপি আইমান ওদেহ ও ওফের কাসিফ “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” লেখা একটি কাগজ উঁচিয়ে ধরেন। এতে ট্রাম্পের বক্তব্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা দুই এমপিকে কক্ষ থেকে বের করে দেন এবং তাদের হাতে থাকা কাগজ ছিনিয়ে নেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইমান ওদেহ লেখেন, আমার একমাত্র অপরাধ হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো—একটি দাবি যা আন্তর্জাতিক সম্প্রদায় বহু আগেই স্বীকৃতি দিয়েছে। এই সত্য বলার জন্যই আমাকে পার্লামেন্ট...