সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কান্ট্রি ডিরেক্টর এবং ১৬ জন বিদেশি অতিথির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল (১৩ অক্টোবর) সুন্দরবনের করমজল এলাকা পরিদর্শন করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম সরেজমিনে দেখা। প্রতিনিধি দলটি করমজলের ইকো-ট্যুরিজম কেন্দ্র ও সংবেদনশীল অঞ্চল ঘুরে দেখে বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে নদী, বন্যপ্রাণী ও বনসম্পদ রক্ষায় গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পরিদর্শনকালে ইউএনডিপি ও ইউরোপীয় প্রতিনিধিদলের সদস্যরা সুন্দরবনের পরিবেশ, জলবায়ু ভারসাম্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গৃহীত সরকারি ও স্থানীয় পদক্ষেপের প্রশংসা করেন। তারা টেকসই বন ব্যবস্থাপনা, দায়িত্বশীল পর্যটন (Responsible Tourism) ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদল ভবিষ্যতে সুন্দরবন সংরক্ষণে যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির...