ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, কিন্তু নেইমার খেলবেন তো? পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবলঅঙ্গনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আনফিট নেইমারকে অনেকদিন ধরেই দলের বাইরে রেখেছেন কার্লো আনচেলত্তি। তাকে কি বিশ্বকাপ দলে দেখা যাবে? এমন প্রশ্নে আরও একবার আনচেলত্তি জানালেন, ফিট হওয়া ছাড়া নেইমারের সামনে কোনো পথ খোলা নেই। ৩৩ বছর বয়সী এই তারকা সর্বশেষ ব্রাজিলের জার্সি পরেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর হাঁটুর গুরুতর ইনজুরিতে তার মৌসুম শেষ হয়ে যায়। টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার যদি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকে, তাহলে সে ব্রাজিল দলে অনায়াসে জায়গা পাবে। শুধু ব্রাজিল নয়, বিশ্বের যেকোনো দলে জায়গা পাওয়ার মতো প্রতিভা তার আছে।’ ইনজুরির কারণে সৌদি আরবের আল হিলালও নেইমারকে আর ধরে রাখেনি। বাধ্য হয়ে তিনি ফিরেছেন...