খান ইউনিসে ইসরায়েলি বন্দীদশা থেকে মুক্তি পাওয়া বেশ কিছু ফিলিস্তিনিদের কাছ থেকে মুক্তির অনুভূতি শুনেছে আল জাজিরা। আবদুল্লাহ আবু রাফি নামের এক ফিলিস্তিনি মুক্তি পেয়ে তার অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এ এক “দুর্দান্ত অনুভূতি”।মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, রাফি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম। অনেক যুবক এখনও সেখানে আছে। ইসরায়েলি কারাগারের পরিস্থিতি খুবই কঠিন। কোনো নরম বিছানা নেই। তারা সর্বদা গদি সরিয়ে নেয়। খাবারের পরিস্থিতিসহ সার্বিক অবস্থা সেখানে অত্যন্ত কঠিন।’আরেকজন মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসিন আবুও ইসরায়েলি কারাগারের পরিস্থিতি “খুব, খুব খারাপ” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘খাদ্য, নিপীড়ন এবং মারধরের দিক থেকে, সবকিছুই খারাপ ছিল। খাবার বা পানীয় ছিল না। আমি চার দিন ধরে খাইনি।’সোমবার মুক্তি পাওয়া সাইদ শুবাইর বলেছেন যে তিনি তার...