বিখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের লেখা ‘দেয়াল’ উপন্যাসের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ১৯৭২ সালে টঙ্গীতে সংঘটিত এক নবদম্পতি হত্যা ও নববধূ ধর্ষণের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে দায়মুক্তির অভিযোগ তুলে ধরেন তিনি। তাজুল ইসলাম বলেন, সেনা অফিসার হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ড ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সরাসরি হস্তক্ষেপে মামলাটি থেকে তিনি রেহাই পান। চিফ প্রসিকিউটর আদালতে বলেন, বঙ্গবন্ধু ঘরে ঢুকতেই মোজাম্মেলের বাবা ও দুই ভাই কেঁদে পায়ে পড়ে যান। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করেন, কিন্তু পা খুঁজে পান না, কারণ পা তখন মোজাম্মেলের আত্মীয়স্বজনের দখলে। এই...