রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হবে। এর আগে ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল। কমিশন জানায়, চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। এতে ৩০টি রাজনৈতিক দল অংশ নেবে, প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে। অন্তর্বর্তী...