নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ চার মাসের টানা ঝড়বৃষ্টির পর চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমা মৌসুমি বায়ু বিদায় নেবে, যার অর্থ এ বছরের দীর্ঘতম বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। তবে, এরপর বাংলাদেশে একাধিক শৈত্যপ্রবাহ আসছে, যার ফলে চলতি বছর হাড়কাঁপানো শীত পড়তে চলেছে। দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড়ে, ইতোমধ্যেই শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে, যেখানে মাঝে মাঝেই হালকা থেকে ভারী কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে। আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসগুলোতে দেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে যে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে, বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।...