
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির ব্যাপক পরিবর্তন এসেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কেয়ার কর্মীদের ভিসা স্পনসর করবে বলে ঘোষণা দিয়েছেন স্কটিশ সরকার জন সুইনি। স্কটিশ সরকারের এই উদ্যোগের খরচ প্রায় ৫ লাখ পাউন্ড। জন সুইনি বলেন, বিদেশি কেয়ার কর্মীদের নিয়োগে কড়াকড়ি আরোপের পরিকল্পনা স্কটল্যান্ডের কেয়ার সেক্টরে গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি চান কেয়ার কর্মীরা যেন দেশে সহজে থাকতে পারেন। তিনি ওয়েস্টমিনস্টার সরকারের অভিবাসনবিরোধী নীতিকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্কটল্যান্ডের প্রবীণ জনগণকে ওয়েস্টমিনস্টারের পক্ষপাতিত্বের মূল্য দিতে হবে না। সুইনি জানান, যুক্তরাজ্য সরকারের ভিসা সীমিতকরণ নীতি ‘গভীরভাবে ক্ষতিকর’, কারণ এতে হাজারো কেয়ার কর্মী বৈধভাবে থেকেও কাজ...