
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে নৌকা খেলা পরিচালনা করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক প্রবীণ ব্যক্তি। ইঞ্জিনচালিত স্যালো নৌকার মেশিনের সঙ্গে তার পাঞ্জাবি পেঁচিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তাহের আলী (৬৫)। তিনি ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ (খেলার নৌকা) পরিচালনার দায়িত্বে ছিলেন তাহের আলী। খেলার একপর্যায়ে নৌকার মেশিনের কাছে গিয়ে তার পাঞ্জাবি হঠাৎ প্রপেলারে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। ততক্ষণে তিনি মারা যান। স্থানীয় মেম্বার মো. আবু তৈয়ব বলেন, “তাহের আলী ভাই নৌকা খেলার অন্যতম অভিজ্ঞ পরিচালক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পাঞ্জাবি মেশিনে পেঁচিয়ে মাথায় প্রচণ্ড...