
নিজস্ব প্রতিবেদক : হামাস কর্তৃক গাজা থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের সঙ্গে আচরণ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা মানবাধিকার ও আন্তর্জাতিক কূটনীতি উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ। ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র অনুযায়ী, গাজা থেকে মুক্তিপ্রাপ্ত ২০ জন ইসরায়েলি বন্দীর শারীরিক অবস্থা ভালো। বন্দীদের মুক্তির পর রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয় এবং চিকিৎসা পর্যালোচনায় দেখা গেছে, তারা “নিখুঁত স্বাস্থ্যের অধিকারী”। হামাস বন্দীদের পরিবারের সঙ্গে ভিডিও কলে যোগাযোগের সুযোগ দিয়েছিল, যা আন্তর্জাতিক মানবাধিকার মাপকাঠিতে একটি ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ বলে দেখা হচ্ছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শারীরিক ও মানসিক অবস্থা অনেক...