নিহতরা হলেন জেলার রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস (৫২), শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের নুরনবী। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় সড়কের ডিভাইডারের পাশে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালাম বিশেষ কোনো কাজে রায়গঞ্জ থেকে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাওয়ার অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই সময় হাটিকুমরুল-বনপাড়া...