
বরিশাল:বেফাঁস কথা বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং উজিরপুর উপজেলা শাখার সভাপতি সরদার সরফুদ্দিন সান্টু। সম্প্রতি দলের কতিপয় নেতা-কর্মীর চাঁদাবাজি প্রসঙ্গে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন, দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হইছে, গত এক বছরে ছোট ছোট চাঁন্দাবাজি যা হইছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এজন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই। ’ দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গত জুলাইয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে গঠিত নতুন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সান্টু নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। ওই সভায় দেওয়া তার বক্তব্যের...