২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। একই বছরে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শ্রেষ্ঠত্ব অর্জন করে স্পেন। এই দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের সম্ভাব্য তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই মহারণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৮ মার্চ, কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে। যেখানে ২০২২ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ।২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার ঠিক আগে হাই-ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় এরই মধ্যে তুমুল উন্মাদনা শুরু হয়েছে। মেসি ও লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার জন্য ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে।অবশ্য শুরুর দিকে ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সেরা দলের এই লড়াইয়ের...