জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিলের প্রধান টম ফ্লেচার গাজায় শীত আসার আগে সাহায্য বাড়াতে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন। এক্স (পূর্বেটুইটার)-এ একটি পোস্টে জাতিসংঘের ত্রাণ প্রধান জানিয়েছেন, এই অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার যোগ করে তাঁর সংস্থা কর্তৃক গাজার জন্য মোট বরাদ্দ ২০ মিলিয়ন ডলারে পৌঁছালো। এই অর্থব্যবহার করা হবে খাবার, জল, আশ্রয় এবং স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করতে, এবং প্রয়োজনীয় পরিকাঠামো সচল রাখতে। তিনি লিখেছেন, গাজায় যুদ্ধবিরতি আসন্ন শীতের আগে সাহায্য বাড়াতে একটি গুরুত্বপূর্ণসুযোগ এনে দিয়েছে। এর আগে ফ্লেচার অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে বলেছিলেন, গাজায়...