
গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। বন্দীদের ইতোমধ্যে স্থানান্তরিতও করা হয়েছে। মুক্তি পাওয়া বন্দীরা ইসরায়েলি কারাগারের ভেতরের অমানবিক পরিস্থিতি বর্ণনা করেছেন, যা ছিল তাঁদের জন্য ভয়াবহ এক অভিজ্ঞতা। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আবদুল্লাহ আবু রাফে তাঁর মুক্তিকে ‘দুর্দান্ত অনুভূতি’ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু কারাগারের পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, আমরা ছিলাম কসাইখানায়, দুর্ভাগ্যজনকভাবে সেটির নাম ছিল ওফার কারাগার। অনেক তরুণ এখনো সেখানে বন্দী। ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা অত্যন্ত কঠিন। সেখানে কোনো বিছানা নেই, খাবারের অবস্থাও ভয়াবহ। সবকিছুই সেখানে কষ্টকর। আরেক মুক্ত বন্দী ইয়াসিন আবু আমরা জেলখানার পরিস্থিতিকে ‘অত্যন্ত খারাপ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, খাবার, নির্যাতন আর মারধর—সবকিছুই ছিল ভয়াবহ। সেখানে না...