মার্ক জুকারবার্গের মালিকানাধীন মেটা সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হোয়াটসঅ্যাপে এমন ফিচার আনার পরিকল্পনা চলছে। নতুন এই ব্যবস্থায় ইনস্টাগ্রামের মতোই প্রতিটি ইউজার অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজারনেম। এই ইউজারনেম দিয়েই সহজে খুঁজে পাওয়া যাবে যেকোনো ব্যবহারকারীকে, ফলে নম্বর শেয়ার করার প্রয়োজন থাকবে না। বর্তমানে পরীক্ষামূলকভাবে (বেটা ভার্সনে) কিছু ইউজার এ সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার—‘ট্রান্সলেট’। এখন যেকোনো মেসেজ ভাষার কারণে বুঝতে অসুবিধা হলে সেটিতে লং প্রেস করলেই দেখা যাবে...