পর্যাপ্ত জল খেলে মূত্রের রং স্বচ্ছ থাকারই কথা। তবে শারীরিক এমন বহু সমস্যাক কারণে প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যেতে পারে। অনেক সময়ে ওষুধের প্রতিক্রিয়াতেও মূত্রের রং পরিবর্তিত হয়ে যায়। তবে চিকিৎসকরা বলছেন, বিশেষ কোনও কারণ ছাড়াই যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে বুঝতে হবে শারীরিক কোনও সমস্যা অবশ্যই আছে। হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, বিভাগের চিকিৎসক গোপাল রামদাস বলছেন, প্রাথমিক ভাবে ডিহাইড্রেশন বা কিডনিতে সংক্রমণ হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর কী কী কারণে মূত্রের রং ঘোলাটে হয়ে যেতে পারে? শরীরে ফ্লুইডের মাত্রা কমে গেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। পর্যাপ্ত জলের অভাবে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। ফলে মূত্রের রং ঘোলাটে হয়ে যেতে পারে। সারাদিনে অন্তত পক্ষে ৬-৮ গ্লাস জল খেতে হবে। তৎক্ষণাৎ ফল...