১৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম চিরিরবন্দরে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন। তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছারা তৈফুর তৈয়বা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মিজান উল আলম, আজিজুল হক শাহসহ অন্যান্য শিক্ষক। ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের সমাজের নানাবিধ অসঙ্গতি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানানো হয়। অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। জামায়াত বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে: দুলাল অবসরপ্রাপ্ত সচিব আফতাব...