১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম বিদেশী কোন কোচের অধীনে এ পর্যন্ত কোন দেশ বিশ্বকাপ জিতেনি। তবে কার্লো আনচেলত্তি সোমবার বলেছেন ‘সবসময়ই প্রথম’ বলে একটি বিষয় থাকে এবং ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জনের জন্য তিনি প্রস্তুত। মে মাসে দায়িত্ব নেওয়ার সময় ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ হয়েছিলেন এই ইতালীয় এবং তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের আগামী গ্রীষ্মে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছিলেন। গত সপ্তাহে সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টোকিওতে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। আনচেলত্তি বলেছেন তিনি নিজের এবং একইসাথে ব্রাজিলের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্যস্থির করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেয়াই আমার...