বৃষ্টিহীন ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান পঞ্চম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেস্কে (একিউআই) ঢাকার স্কোর ১৫৯। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একিউআই তালিকা অনুযায়ী, ২২১ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের রাজধানী লাহোর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের রাজধানী নয়া দিল্লি ও কলকাতা ১৯৪ ও ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় এবং কাতারের রাজধানী দোহা ১৬২ একিউআই স্কোক নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করেছে । কণা দূষণের এই সূচক ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘মাঝারি’হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে...