রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের পরিচিতি সভায় বিতরণের জন্য আনা প্রায় ২০০ প্যাকেট খাবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন।সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলে আয়োজিত প্রোজেকশন মিটিং (পরিচিতি সভা) উপলক্ষে এসব খাবার আনা হয়েছিল। পরে নির্বাচন কমিশন হলে গিয়ে খাবার ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এদিকে পরিচিতি সভায় বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় তারা রাত সাড়ে ৮টা থেকে প্রায় ৪০ মিনিট নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।প্রত্যক্ষদর্শী ও কমিশন সূত্রে জানা যায়, রাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রজেকশন সভায় খাবার বিতরণ অনৈতিক বলে অভিযোগ করেছিল ছাত্রদল-মনোনীত প্যানেল। সোমবার সন্ধ্যায় খালেদা জিয়া হলে শিবির-সমর্থিত...