গাজায় দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়ে ঐতিহাসিক বন্দিবিনিময় চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় গাজায় বন্দি থাকা ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামাস দুই দফায় ইসরায়েলি জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করে। মুক্তি পাওয়া ইসরায়েলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং পরিবার-পরিজনের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পেয়েছেন। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে বহনকারী বাসগুলো গাজায় পৌঁছালে হাজারো মানুষ আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নেয়। গাজার রাস্তাজুড়ে তখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে একই দিনে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...