একটা সময় ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সবচেয় ভালো পারফর্ম করত বাংলাদেশ। সময়ের পরিক্রমায় তাতে ভাটা পড়েছে। যে ওয়ানডেতে বাংলাদেশ অপ্রতিরোধ্য ছিল, সেটাতেই ধুঁকছে টাইগাররা। এমনকি সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। টাইগারদের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন চলমান রয়েছে তার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। অনেকেই বলছে, আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকবে না। খেলতে হবে কোয়ালিফাই। তবে এসব খবর ভিত্তিহীন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি...