এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয়ই একমাত্র বিকল্প—হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশ কোচের জন্যও টিকে থাকার লড়াই!ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচ হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে। এ হারের পর ‘ক্যাবরেরা হটাও’ স্লোগান জোড়ালো হচ্ছে। একই সঙ্গে ওই হার বাংলাদেশকে ‘সি’ গ্রুপের তলানিতে ঠেলে দিয়েছে। ওই অবস্থা থেকে সম্ভাবনা বাঁচিয়ে রাখার একমাত্র পথ জয়। যাকে হাভিয়ের ক্যাবরেরা দেয়ালবন্দি অবস্থা থেকে মুক্তির একমাত্র করণীয় হিসেবে উল্লেখ করলেন। ৪১ বছর বয়সী স্প্যানিশ এ কোচের কথায়, ‘আমি মনে করি, আমরা দল হিসেবে এমন জায়গায় পৌঁছে গেছি, সেখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে দেয়াল ভেঙে ফেলা। সেটা করতে পারলেই আমরা পরবর্তী স্তরে পৌঁছাতে পারব।’ম্যাচের আগে নিজ দল সম্পর্কে বাংলাদেশ...