নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডা হয়েছে জুলাই যোদ্ধা ও আয়োজক কমিটির মধ্যে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এদিন জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে মদন উপজেলার জুলাই যোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের ওপরে বসা নেতৃবৃন্দের সঙ্গে। এসময় দিপু বলেন, নেত্রকোনার মদন উপজেলা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে, অথচ মদনের জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে ছাত্রলীগ করা সাবেক নেতারা বসে আছেন। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যান্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে নিবৃত করে অনুষ্ঠান শুরু হয়। আরও পড়ুন-মানিকগঞ্জে একদিনে পাঁচজনের মরদেহ উদ্ধারজোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে এনসিপি:...