মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শতভাগ শুল্ক আরোপের ঘোষণার পর চীন জানিয়েছে, তারা এই বাণিজ্যযুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়বে’। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই কথা বলেন। ওই মুখপাত্র বলেন, শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধ বিষয়ে চীনের অবস্থান সব সময়ই পরিষ্কার ও স্থির। যদি আপনারা লড়তে চান, আমরা শেষ পর্যন্ত লড়ব; আর যদি আলোচনায় আসতে চান, আমাদের দরজা খোলা রয়েছে। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আবারও বেড়ে গেছে ট্রাম্পের নতুন ঘোষণার পর। গত সপ্তাহে চীন ‘রেয়ার আর্থ’ বা বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প শনিবার (১১ অক্টোবর) ঘোষণা দেন, চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। এ পদক্ষেপে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায়...