সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোটন বাহিনীর ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোটন বাহিনী সুন্দরবন সংলগ্ন কয়রা থানাধীন রায়নদীর খাশিটানা খাল এলাকায় দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন আভিযানিক দল বনদস্যুদের ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর ১ সদস্যকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত বনদস্যু সাগর শেখ(৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে দস্যুতা এবং...