১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার ডানি ওলমোর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কাফ ইনজুরিতে পড়েছেন তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওলমোর বাম কাফ পেশীতে ইনজুরি সমস্যা দেখা দিয়েছে।’তবে কবে নাগাদ তিনি সুস্থ্য হয়ে উঠতে পারেন তা জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য ওলমোকে বিশ্রামে থাকতে হতে পারে। এ কারণে আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ওলমোর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত সপ্তাহে ইনজুরির কারণে স্প্যানিশ জাতীয় দল থেকে ওলমোকে ছেড়ে দেয়া হয়। বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেসও পেশীর ইনজুরি সমস্যায় সোমবার স্পেনের ক্যাম্প ছেড়ে চলে গেছেন। এ কারণে বুলগেরিয়ার বিপক্ষে আগামীকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তোরেস...