ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অধীনে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দীর পরিবারে আনন্দের পাশাপাশি নেমে এসেছে গভীর হতাশা। কারণ, তাঁরা জানতে পেরেছেন যে, তাঁদের প্রিয়জনদের ফিলিস্তিনে নয়, বরং তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা হবে। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, আজ সোমবার বন্দী বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত ১৫৪ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল নির্বাসনে যেতে বাধ্য করবে। আজ গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ২০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এর বিপরীতে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বৃহত্তর দলের মধ্যে রয়েছেন ইসরায়েলি কারাগারে বন্দী ২৫০ জন এবং গত দুই বছরে গাজা থেকে আটক প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনি। জাতিসংঘের মতে, এঁদের অনেককে ‘গুম’ করা হয়েছিল। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে, সে সম্পর্কে ইসরায়েল এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে...