মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার, মিসর ও তুর্কির নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি সইয়ের পর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যপ্রাচ্যে এবার আসছে স্থায়ী শান্তি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনকে নির্বাসিত করে মিসরে পাঠানো হয়েছে। একইসঙ্গে হামাস গাজায় আটক থাকা জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এবং আরও চারজনের মরদেহ হস্তান্তর করেছে। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে মুক্ত বন্দিদের স্বজনদের সঙ্গে পুনর্মিলনের দৃশ্যে আনন্দ ও কান্নার মিশ্র আবেগ দেখা গেছে। দক্ষিণ গাজার খান ইউনুসে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হয়। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর...