আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজে তৃতীয় ম্যাচটি তাই হয়ে গেছে ধবলধোলাই এড়ানোর লড়াই। এর আগে ওয়ানডেতে ৩২ বার ধবলধোলাই হলেও কখনো আফগানিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। সিরিজ হার নিশ্চিত হওয়ার পর আবুধাবিতে আজ তৃতীয় ওয়ানডেতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে কেমন একাদশ গড়তে পারে বাংলাদেশ? চিন্তার বড় জায়গাটা ব্যাটিংয়ে। সর্বশেষ দুই ম্যাচে তো বটেই, বাংলাদেশের এই দুশ্চিন্তা সঙ্গী আরও আগে থেকেই। এ বছর খেলা ৮ ওয়ানডেতে যে কেবল একবারই বাংলাদেশ অলআউট হয়নি। পুরো ৫০ ওভার ব্যাট না করতে পারা দল নিয়ে দুশ্চিন্তা না করে উপায় কী! সেই দুশ্চিন্তা কাটাতে আজ তাই একাদশে থাকতে পারেন ওপেনার মোহাম্মদ নাঈম। ভিসা জটিলতার কারণে শুরুতে যেতে না পারলেও দ্বিতীয় ওয়ানডের আগে সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ওপেনার। গত দুই ম্যাচে যথাক্রমে ০...