বিটিআরসি গত ১৫ আগস্ট থেকে কার্যকর একটি নতুন নীতিমালা অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর আগে এই সীমা ছিল ১৫টি। সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় সীমা কমানো হয়েছে। কীভাবে জানবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত?আপনার কাছে শুধু একটি মোবাইল ফোন ও এনআইডির শেষ চার ডিজিট থাকলেই চলে—পদ্ধতিটি খুব সহজ: যে কোনো অপারেটরের (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) ফোন থেকে ডায়াল মেনুতে *16001# টাইপ করে ডায়াল করুন। ফেরত এসএমএসে আপনার এনআইডির শেষ চার ডিজিট চাওয়া হবে — সেই শেষ চারটি পাঠালে আরও একটি এসএমএসে জানিয়ে দেওয়া হবে, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে। নিরাপত্তার কারণে নম্বরগুলোর সম্পূর্ণ তথ্য দেখানো হয় না; শুধুমাত্র শুরু ও শেষের তিনটি ডিজিট প্রদর্শিত...