নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড গাজীপুরে তাদের নতুন কারখানার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর। ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল মিলিয়ে এই সম্প্রসারণ প্রকল্পে কোম্পানিটি বিনিয়োগ করেছে প্রায় ১০২ কোটি টাকা। সোমবার (১৩ অক্টোবর) শেয়ারবাজারে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল পেইন্টের বাড়তি চাহিদা মেটাতে নতুন কারখানাটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং বাজারে প্রতিযোগিতা শক্তি আরও বাড়াবে বিডি পেইন্টস। ৯১৪ ডেসিমেল জমির ওপর নির্মিত এই প্ল্যান্টে দৈনিক ১১০.৬০ টন পেইন্ট ও ১৫ হাজার পিস প্লাস্টিক কন্টেইনার উৎপাদনের সক্ষমতা থাকবে—যা আগের তুলনায় ১১ গুণ বেশি। নতুন ইউনিটে ওয়াটার-বেসড ও সলভেন্ট-বেসড পেইন্ট, ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট, থিনার, রাসায়নিক ও প্যাকেজিং সামগ্রী উৎপাদন করা হবে। বিডি পেইন্টসের এক কর্মকর্তা জানান,...