লিওনেল মেসি বিশ্বের যে দেশেই যান, সেখানেই তার অসংখ্য ভক্ত। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে গেলেও তাই। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শারিরীকভাবে ফিট থাকলে মেসি এই ম্যাচে খেলবেন। তাকে দেখতে পুয়ের্তো রিকোর দর্শকরাও উদগ্রীব। এটি আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর মধ্যে প্রথম মুখোমুখি ম্যাচ। মেসিকে নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ‘শনিবার তাকে খেলতে দেখেছি, সে ভালোভাবেই অনুশীলন শেষ করেছে। আজকের শেষ অনুশীলনের পর তার সঙ্গে কথা বলব। যদি সে ফিট থাকেন, তাহলে কাল মাঠে নামবে। নতুনদের কেউ কেউ খেলবে। আর এটি আমাদের জন্য ভালো সুযোগ—ওদের পারফরম্যান্স দেখার। আরও অনেক তরুণ খেলোয়াড় আছে। সুযোগ পেলেই তাদের ডাকা হবে।’ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কেও স্কালোনি প্রশংসা করেন, ‘দিবু সব সময়...