পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তির মানুষ’ ও ‘বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা’। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম আল শেখে গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্যে তিনি একথা বলেন। শরিফ বলেন, আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সত্যিই একজন শান্তির মানুষ। তিনি এই মাসজুড়ে নিরলসভাবে কাজ করেছেন, যেন পৃথিবীটা শান্তি ও সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে। এই সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বলতে চাই, পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। কারণ তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর অসাধারণ প্রচেষ্টা চালিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করেন। আজ আবারও আমি এই প্রেসিডেন্টকে নোবেল শান্তি...