অ্যাপটির একটি মূল সুবিধা হলো তথ্যদাতার পরিচয় গোপন রাখা সংক্রান্ত বিধান; ফলে নাগরিকরা নিরাপদভাবে সন্দেহজনক ঘটনা রিপোর্ট করতে পারেন। ‘হ্যালো সিটি’ অ্যাপটি ২০১৬ সালের ৩১ জুলাই উদ্বোধন করা হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করে দ্রুত তথ্যভিত্তিক অভিযানে সহায়তা করা। ২০১৬ সালে যখন এই অ্যাপটি চালু করা হয়, সেই সময়ে ব্যাপক সাড়া মিলেছিল। প্রথম এক মাসেই দুই হাজার ৭৩৭টি অভিযোগ জমা হয়েছিল বলে জানানো হয়েছিল। তবে এই অ্যাপটি বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। যদিও কবে থেকে বন্ধ রয়েছে এবং এই পর্যন্ত অ্যাপটিতে কতগুলো অভিযোগ জমা পড়েছে, সে ব্যাপারেও কোনও তথ্য জানাতে পারেনি ডিএমপি। জানতে চাইলে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যালো সিটি...