গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে পারার জন্য’ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রশংসাও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেন লিখেছেন, ‘আজকের দিনটি এসেছে, এ জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তিবোধ করছি।’ তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত জীবিত থাকা ২০ জন বন্দি, যারা অকল্পনীয় নরকযন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, তারা অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে। এবং গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন, তাদের জন্যও আমি আনন্দিত।’ আরও পড়ুনআরও পড়ুন৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে...