রাশিয়ার একটি সাবমেরিন সমুদ্রে যান্ত্রিক সমস্যায় পড়েছে—এমন ঘটনায় ব্যঙ্গ করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তিনি সাবমেরিনটিকে উল্লেখ করেছেন ‘লিম্পিং রাশিয়ান সাবমেরিন’ বা ‘ল্যাংড়া সাবমেরিন’ হিসেবে। সোমবার (১৩ অক্টোবর) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুটে ঠাট্টার ছলে বলেন, “রাশিয়ার সাবমেরিনগুলো এখন বাড়ি ফেরার পথে মেকানিক খুঁজছে।” রুটে আরও বলেন, “এটা এখন আর The Hunt for Red October নয়, বরং The Hunt for the Nearest Mechanic।” সম্প্রতি রাশিয়ার নোভারোসিস্ক (Novorossiysk) নামের একটি সাবমেরিন ফ্রান্স উপকূলের কাছে পানির উপরে উঠে আসে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এটি পরে টাগবোটে টেনে নেওয়া হয়,...