বিতর্ক, গুঞ্জন আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও সালমান খান ও এলি আভরাম। ‘বিগ বস’-এর ঘর থেকেই শুরু হয়েছিল তাদের ঘনিষ্ঠতার গল্প, যা বহুবারই বলিউডে প্রেমের গুজবের আগুন জ্বালিয়েছে। সময়ের পরিক্রমায় সব থিতিয়ে গেলেও ফের সেই রসায়নের কথা তুলে এনে নতুন করে চমকে দিলেন এলি আভরাম নিজে।ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন এলি।সেখানে তিনি বলেন, ‘আমি সালমানের সঙ্গে যোগাযোগ রাখি। সম্প্রতি গণপতিতে দীর্ঘ সময় পর উনার সঙ্গে দেখা। আমি সাধারণত যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে পারদর্শী নই। আমি প্রায়ই নিজের জগতে ডুবে থাকি, নানা স্বপ্ন ও লক্ষ্যে মনোযোগ দিই। নিজেকে উন্নত করার জন্য প্রচুর সময় ব্যয় করি। এমন একটা দেশে (ভারত) একা থাকা; যেখানে আমি বড় হইনি, পরিবার নেই, সম্পূর্ণ আলাদা পরিবেশ, সব সামলানো কঠিন।'তিনি আরও...