১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ প্রদান করেছে দেশটি। সোমবার (১৩ অক্টোবর) মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শারম আল শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন। মিসর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে এই সম্মাননা দেওয়া হয়েছে। শারম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ও প্রেসিডেন্ট সিসি যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল–ফিলিস্তিন সংকটে স্থায়ী সমাধানের পথ খুঁজে...