বলিউডে যেন ঝড় উঠেছে দীপিকা পাড়ুকোনের ‘আট ঘণ্টার কাজের সীমা’ মন্তব্য ঘিরে। সমালোচনার তীব্র ঢেউ যখন চারদিক থেকে অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে, ঠিক সেই সময়ে তার পাশে দাঁড়ালেন কঙ্কনা সেন শর্মা। গলা তুলে জানালেন,শুধু তারকা নয়, প্রতিটি মানুষই বিশ্রামের দাবিদার।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরপর দুটি ছবি থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে যাওয়ার পরেই অভিনেত্রীর পেশাদারত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না, এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দীপিকার হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেল কঙ্কনা সেন শর্মাকে।এক সাক্ষাৎকারে দীপিকার ৮ ঘণ্টা কাজের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় গোটা শিল্পজগৎকে মানবিক হওয়া প্রয়োজন। আমরাও মানুষ তাই আমাদেরও বিশ্রাম প্রয়োজন হয়। সপ্তাহের শেষে ছুটি এবং একটি নির্দিষ্ট সময়ে কাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।তিনি আরও...