ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার দিবাগত রাত থেকে দূতাবাসটির নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বারিধারায় অবস্থিত দূতাবাস এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ সময় নিরাপত্তা তদারকি করেন গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ জানান, “এটা আমাদের রুটিন ডিউটির অংশ। মাঝেমধ্যে মনে হলে নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে।” তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। তিনজন বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে— যাদের নাম, ঠিকানা...