মাকসুদ হোসাইন :বাণিজ্যিকভাবে অনেক সফল হবে, সেটা প্রত্যাশা ছিল না। তবে তৃতীয় সপ্তাহে এসে এখনো মাল্টিপ্লেক্সগুলোতে চলছে। আগামী সপ্তাহেও চলবে। আমরা প্রত্যাশার চেয়েও ভালো রিভিউ পেয়েছি। দর্শক, সমালোচক সবাই সিনেমাটি পছন্দ করছেন। এমন প্রশংসা কয়টা সিনেমার ভাগ্যে থাকে। মাকসুদ হোসাইন :বাণিজ্যিকভাবে অনেক সফল হবে, সেটা প্রত্যাশা ছিল না। তবে তৃতীয় সপ্তাহে এসে এখনো মাল্টিপ্লেক্সগুলোতে চলছে। আগামী সপ্তাহেও চলবে। আমরা প্রত্যাশার চেয়েও ভালো রিভিউ পেয়েছি। দর্শক, সমালোচক সবাই সিনেমাটি পছন্দ করছেন। এমন প্রশংসা কয়টা সিনেমার ভাগ্যে থাকে। টরন্টো, সানড্যান্স, রেড সির মতো উৎসবে দেখানোর পর দেশের দর্শকদের সামনে প্রদর্শনের অভিজ্ঞতা কেমন? মাকসুদ হোসাইন :মুক্তির পরে বুঝতে পেরেছি, দর্শক সিনেমাটি সম্পর্কে আগে থেকেই জানতেন। যে কারণে বাড়তি একটি প্রচার পেয়েছি। গল্পটি একান্তই আমাদের। সেটা দেখে দর্শক পছন্দ করেছেন। আমাদের গল্প বলাকে গ্রহণ...