রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাসলিমা আক্তার (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে ওই নারীর স্বামী নজরুল পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। কলাবাগান থানার পুলিশ জানায়, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে স্বামী নজরুল তাদের দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় চলে যান এবং মেয়েদের রেখে পালিয়ে যান। এরপর মেয়েরা তাদের মামাকে খবর দেয়। কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের দল ঘটনাস্থলে...