১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটির মানুষ কঠিন সময় পার করছে। টানা ভারী বর্ষণ এবং ভূমিধসের কারণে সৃষ্টি হওয়া বন্যায় এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত, নিখোঁজ এবং গৃহহীন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির কর্তৃপক্ষ ও সেনাবাহিনী উদ্ধার ও সহায়তার কাজে নিযুক্ত রয়েছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক কয়েকদিনে, যখন মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণের কারণে নদী-বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে, ভূমিধসের ঘটনা ঘটেছে, এবং অনেক গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। এর ফলে বিপর্যস্ত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী এবং উদ্ধার সংস্থাগুলোকে তৎপর হতে হয়েছে। মেক্সিকোর দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা...