গাজায় বহু মাসের ভয়াবহ যুদ্ধের পর কার্যকর হয়েছে এক ঐতিহাসিক যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি বাস্তবায়ন শুরু হলেও বিশেষজ্ঞরা বলছেন—টেকসই শান্তি ও পুনর্গঠনের পথ এখনো অনিশ্চিত ও জটিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর গাজার প্রশাসন, নিরাপত্তা ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট কোনো রূপরেখা নেই।হামাসের অস্ত্র ত্যাগ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার শাসন কাঠামো—সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বড় চ্যালেঞ্জএপি (Associated Press)-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও গাজার সামনে রয়ে গেছে একাধিক গুরুতর চ্যালেঞ্জ। প্রথমত, গাজার রাজনৈতিক প্রশাসন কে পরিচালনা করবে তা এখনো নির্ধারিত নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, আঞ্চলিক রাষ্ট্র বা আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক—সব বিকল্পই আলোচনায় রয়েছে।দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনী কবে ও কীভাবে গাজা থেকে সরে যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষিত হয়নি।তৃতীয়ত, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনই এখন সবচেয়ে...