ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দেশের সব সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সোমবার ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর ‘দুষ্কৃতিকারীরা’ হামলা চালিয়েছে এবং ‘টিসার্স লাউঞ্জ’ ভাঙচুর করেছে। এ ঘটনার প্রতিবাদে সরকারি কলেজ, মাদ্রাসা ও অন্যান্য অফিসে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। তবে শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কিছু শিক্ষার্থী। ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবির অভিযোগ করেন, “আমাদের শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে তার মাথা ফাঁটিয়ে দিয়েছেন, আরেকজনের পা মচকে গেছে।” সোমবার সকালে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির...