জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে তিনি ছয় দফা প্রস্তাব পেশ করে বলেন, “ক্ষুধা কোনো অভাবের কারণে নয়— এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। আমাদের এই ব্যবস্থা বদলাতে হবে।” ১. যুদ্ধ বন্ধ ও সংলাপ শুরু: সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য সরবরাহ নিশ্চিত করে ক্ষুধা ও সহিংসতার দুষ্টচক্র ভাঙতে হবে।২. এসডিজি বাস্তবায়ন ও জলবায়ু উদ্যোগ: উন্নয়ন অর্থায়নের অঙ্গীকার পূরণ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা বাড়াতে হবে।৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক: খাদ্য সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করতে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করা।৪. তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তা: অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে তরুণ ও স্থানীয়...