ভারতের মধ্যপ্রদেশে গত সপ্তাহে বিষপান করে আত্মহত্যা করেন মদন নামের এক কৃষক (৪০)। দিবল গ্রামের বাসিন্দা মদন কৃষিকাজের জন্য ধার করে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এছাড়া মেয়েকে বিয়ে দেওয়া নিয়েও উদ্বেগে ছিলেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন। গত বুধবার সকালে নিজ জমির মধ্যেই একটি কূপের কাছে তার লাশ পাওয়া যায়। পরিবারের লোকজন জানায়, স্থানীয় সমবায় সমিতি, মহাজন এবং আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়ে এক হেক্টর জমিতে ভুট্টা এবং আট একর জমিতে সয়াবিন চাষ করেছিলেন মদন। কিন্তু ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ায় এই ঋণ পরিশোধ করা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। এই সমস্যা নিয়ে অভিযোগ করা হলেও মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি মদন। এই ঘটনার পর, স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা খন্ডওয়া কালেক্টরেটের সামনে বিক্ষোভ করেছেন।...