
ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বর্তমানে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মার্কেটিং, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল মাসে জেন-জি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোমবার মার্কেটিংয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে পরিসংখ্যান বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে শহীদ আবু সাঈদ চত্বরে আসেন। তখন দুই বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রান্ত ঘোষ মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং মাথা ফেঁটে...